বেঁধে দেয়া সময়ের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে না যাওয়ায় ৮৭ বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটকে নতুন করে শোকজ করেছে সরকার। নিজস্ব ক্যাম্পাসে যাওয়া ইস্যুতে দফায় দফায় তাগিদপত্র ও শোকজ লেটার দেয়ার পরও কোনো ধরনের জবাব না পাওয়ায় ফের শোকজ দেয় কারিগরি শিক্ষাবোর্ড। এসব প্রতিষ্ঠানের পাঠদান স্বীকৃতি বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে বোর্ড কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কারিগরি সেক্টরের বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিটিউটে চরম অরাজকতা চলছে। বোর্ড ও বেসরকারি মালিকদের শক্তিশালী সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে বেসরকারি এ খাত। সাইক, শ্যামলী আইডিয়ালের মতো চারটি গ্রুপের নিয়ন্ত্রণে থাকায় কারিগরি শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে। চরম বিশৃঙ্খলা বিরাজ করা এ সেক্টর নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে সরকার। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, তাদের একাধিক শোকজ করেও জবাব পায়নি বোর্ড। বাধ্য হয়ে এসব প্রতিষ্ঠানের পাঠদানের স্বীকৃতি বাতিল করার প্রক্রিয়া শুরু করেছে বোর্ড কর্তৃপক্ষ। বোর্ড সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে ৪৬১টি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থাকলেও সবাই নাজুক অবস্থা। প্রথম সারি ৩০-৩...