এই কথাটি বলতে যে সকল ভাইয়েরা হিনমন্য ও চিন্তিত তারা দয়া করে পড়বেন। *BSc না করে নাকি নামের আগে ইঞ্জিনিয়ার লিখতে পারবো না। বিশ্বের কোন দেশে এমন রুল আছে? কারো জানা থাকলে জানাবেন please. *ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং একটি আন্তর্জাতিক স্বীকৃত শিক্ষা ব্যবস্থা. A level বা HSC করার পরে কারিগরি ব্যবস্থায় ১ বছর(যেমন:TICI) পড়ালেখা করলে Technician হওয়া যায়। তারপর ১ বছর পড়ালেখা করলে Diploma certificate পাওয়া যায়। তারপর আরো ১ বছর মোট ৩ বছর পড়ালেখা করলে Heigher Diploma certificate পাওয়া যায়। তারপর ১ বছর পরে BSc এবং তার ১ বছর পরে MSc. *আমাদের দেশের HSC (12 Y) বিদেশের A level (11 Y) BSc Engineer হতে হলে A level এর পরে ৪ বছর পড়ালেখা করতে হয় *সেই হিসাবে International standard এর Diploma certificate চাইলে HSC এর পরে ২ বছর পড়ালেখা করতে হবে। তাই Diploma ৩ বছর থেকে ৪ বছর করা হয়েছে। আর ডিগ্রী ৩ বছর। তাই Diploma Degree equivalent হয় না । *কারিগরি ব্যবস্থার সাধারণ শিখ্যার সাথে মিলানো যাবেনা , যেমন Medical MBBS ও একটি World Recognise Education level.এতে ৫ বছর পড়ালেখা করে তা ডিগ্রী সমতুল্য (ঢাকা পিজি...