সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

Bangladesh Technical Education Board - BTEB লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

শহর মাতালো বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের আনন্দ র‍্যালী

কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন সেরা শিক্ষা প্রতিষ্ঠান ২০১৫ ক্যাটাগরিতে ১ম স্থান অধিকার করায় সোমবার (২৯ অগাস্ট) আনন্দ র‍্যালী করেছে বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট। প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্যের এই আনন্দ র‍্যালীটি ইন্সটিটিউট থেকে যাত্রা শুরু করে সাত-মাথা, বকশি বাজার, পিটিআই মোর পরিভ্রমণ করে ইন্সটিটিউটে এসে শেষ হয়। বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী খোন্দকার গোলাম মোস্তফা, প্রত্যেক ডিপার্টমেন্ট প্রধান ও শিক্ষক-গন সহ ইন্সটিটিউটের সকল শিক্ষার্থীরা এসময় র‍্যালীতে  অংশ গ্রহণ করেন। র‍্যালীতে প্রত্যেক ডিপার্টমেন্ট আলাদা আলাদা ব্যানারে শৃঙ্খলাবদ্ধ ও সু-সজ্জিত করে তোলে। র‍্যালীর শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে প্রকৌশলী খোন্দকার গোলাম মোস্তফা এই ইন্সটিটিউটের সন্মান, অর্জন ও খ্যাতিকে আরও বাড়িয়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, বর্তমান সময় উপযোগী প্রকৌশলী গড়ে তুলতে শিক্ষার মান উন্নত করতে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি এবং আগামীতেও এর ধারা অব্যাহত থাকবে। 

কারিগরি শিক্ষা নিয়ে কিছু সঠিক ধারণা

লেখাপড়া নিয়ে এ দেশের মানুষের অনেকেরই একটা ভুল ধারণা রয়েছে। বেশির ভাগ মানুষের ধারণা হচ্ছে, লেখাপড়ার অর্থ হচ্ছে মাথার মাঝে একগাদা তথ্য ঠেসে রাখা, যে যত বেশি তথ্য ঠেসে রাখতে পারে, সে লেখাপড়ায় তত ভালো। তথ্য ঠিকমতো মাথায় ঠেসে রাখতে পেরেছে কি না, সেটা যাচাই করা হয় পরীক্ষার হলে, যে যত নিখুঁতভাবে মাথার মাঝে ঠেসে রাখা তথ্যটা উগলে দিতে পারে, সে তত ভালো গ্রেড পায়, পাড়া-প্রতিবেশী, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন তাকে ধন্য ধন্য করে। অথচ মোটেও এটা লেখাপড়া হওয়ার কথা ছিল না, লেখাপড়ার পুরো বিষয়টিই হচ্ছে নতুন কিছু করার ক্ষমতা। একজন ছাত্র যে বিষয়টি আগে কখনো দেখেনি, যদি সেটাকেও সে বিশ্লেষণ করতে পারে, তাহলে বুঝতে হবে, সে খানিকটা হলেও লেখাপড়া শিখেছে। আইনস্টাইন তো আর শুধু শুধু বলেননি। কল্পনাশক্তি জ্ঞান থেকেও বেশি গুরুত্বপূর্ণ। আমরা ধাক্কাধাক্কি করে খানিকটা জ্ঞান অর্জন করেই ফেলতে পারি, কিন্তু যদি কল্পনাশক্তি না থাকে, তাহলে সেই জ্ঞানটুকু হবে একেবারেই ক্ষমতাহীন দুর্বল জ্ঞান। কল্পনাশক্তি যদি থাকে, তাহলে সেই জ্ঞানটুকু হতে পারে অনেক বেশি কার্যকর। আমরা চোখ, কান খোলা রাখলেই তার এক শ একটা উদাহরণ দেখ...