উঠতি বয়সের কয়েকজন সন্ত্রাসীর হাতে জিম্মি হয়ে পড়েছেন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের তিন হাজার শিক্ষার্থী। ওই সন্ত্রাসীরা দিনদুপুরে ক্যাম্পাসে ঢুকে ছিনতাই-অপহরণ করছে। গত এক বছরে শতাধিক মুঠোফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। যশোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাজী তৌহিদুর রহমান ওরফে জুয়েলের আশ্রয়-প্রশ্রয়ে ওই সন্ত্রাসীরা এসব কর্মকাণ্ড করছে বলে অভিযোগ রয়েছে। অবশ্য জুয়েল এ অভিযোগ অস্বীকার করেছেন। যশোর উপশহর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মিরাজ মোসাদ্দেক প্রথম আলোকে বলেন, ‘পলিটেকনিক ইনস্টিটিউটের আশপাশের এলাকার ১২ থেকে ১৫ জনের উঠতি সন্ত্রাসী চক্র ক্যাম্পাসের শিক্ষার্থীদের কাছ থেকে ছিনতাই করছে বলে আমাদের কাছে খবর আছে। পলিটেকনিকের কয়েকজন ছাত্রও ওই চক্রের সঙ্গে জড়িত বলে জানা গেছে। বেশির ভাগ সময় ছিনতাইকারীর নাম-পরিচয় জানা যায় না। যে কারণে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সমস্যা হয়।’ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৭ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে পলিটেকনিকের ক্যাম্পাস থেকে স্থানীয় আকাশ, আশিকসহ তিন তরুণ তড়িৎ কৌশল বিভাগের প্রথম বর্ষের ছাত্র রাকিব আজাদকে ডেকে একটি...