বহিরাগতদের দৌরাত্বে ভেঙ্গে পড়েছে কুষ্টিয়া পলিটেকনিক ইনিষ্টটিউটের শিক্ষা ব্যবস্থা/ছাত্রাবাসে বসছে মাদকের আসর
কুষ্টিয়া পলিটেকনিক ইনিষ্টটিউট এর শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। বহিরাগতদের দৌড়াত্ব, শিক্ষকদের অসহযোগীতা, আবাসন সংকট, অলস শিক্ষার্থীরা মাদকাশক্ত হয়ে পড়া, দফায় দফায় কলেজ বন্ধসহ অধ্যক্ষর অনুউপস্থিতির কারনেই এ অবস্থার সৃষ্টি হয়েছ বলে মনে করছেন অনেকেই। ১৯৬৪ সালে চারটি বিষয় নিয়ে কুষ্টিয়া পলিটেকনিক ইনিষ্টটিউটি চালু হলেও ১৯৯৫ সালে ইলেকট্রনিক্র ও কম্পিউটার সায়েন্স যুক্ত হয়ে বর্তমানে ৬টি বিষয় চালু রয়েছে। প্রতিবছর ২ থেকে ৫শত শিক্ষার্থী ভর্তি হয় এই কলেজে। শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা প্রমান করে ভর্তি হলেও পরে তা ধরে রাখতে পারেন না কেবল মাত্র শিক্ষকদের চরম অসহযোগীতার কারনে। অভিযোগ রয়েছে কলেজের শিক্ষকেরা কলেজের ক্লাস নেওয়ার চাইতে বেসরকারী পলিটেকনিক ইনিষ্টটিউট এর ক্লাস নেওয়াতে বেশী স্বচ্ছন্দবোধ করেন । তাছাড়া কতিপয় শিক্ষকদের ইন্ধোনেই বহিরাগতরা কলেজে প্রবেশ করে সাধারন শিক্ষার্থদের উপর চড়াও হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ায় বন্ধ হয়ে যায় কলেজ। আর সেই সুযোগেই কয়েকজন শিক্ষক নিজেদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে ক্লাস নিয়ে সচল রেখেছেন। নাম প্রকাশ না কারা শর্তে কয়েকজন শিক্ষার্থী বলেন, কুষ্...