বাংলাদেশ সরকারের আমন্ত্রণে সফররত ওআইসি’র মহাসচিব ও আই.ইউ.টির আচার্য মান্যবর জনাব ইয়াদ আমিন মাদানী, শুক্রবার সকালে ওআইসি (অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন) পরিচালিত ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি (আই.ইউ.টি) পরিদর্শন করেন। তিনি আই.ইউ.টির উপাচার্য প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর সহ উর্ধতন কর্মকর্তদের সাথে বৈঠক কালে আই.ইউ.টির সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ সহ এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ওআইসি’র সার্বিক সাহায্য-সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি আই.ইউ.টি’তে নতুন অনুষদ ও প্রোগ্রাম চালুর ব্যাপারে মত প্রকাশ করেন। এবার প্রথমবারের মতো আসন্ন শিক্ষাবর্ষে (২০১৬-২০১৭) স্নাতক পর্যায়ে ওআইসি’র সকল সদস্য দেশ হতে আই.ইউ.টি’তে ছাত্রী ভর্তি করা হবে।