ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের হাতেখড়িসহ তথ্য প্রযুক্তিতে দক্ষ জনশক্তি তৈরিতে দেশব্যাপী শুরু হওয়া সিএসই কনফারেন্স দ্বিতীয় বারের মতো চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কনফারেন্সে প্রায় চার শতাধিক শিক্ষার্থী অংশ নেন। কানফারেন্সে দেশি-বিদেশি প্রকৌশলীরা তথ্য প্রযুক্তির আপডেট ভার্সন, প্রোগ্রামিং, মাইক্রোসফট সফটওয়ার ডেভেলপমেন্ট, স্টাটিং ইউর ক্যারিয়ার ওয়েব ও ডাটাবেইস ডেভেলপমেন্ট, আউটসোর্সিং ,মোবাইল অ্যাপস ও তথ্য প্রযুক্তিতে উন্নত ক্যারিয়ার গঠন বিষয়ক ক্লাস নেন। কনফারেন্সে আলোচনায় অংশ নেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ সালেহ আহমদ, উপাধ্যক্ষ খোরশেদুল আলমসহ বিভিন্ন বিভাগের শিককরা। আলোচনায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর ডিজিটাল কর্মসূচির বাস্তবায়নে ছাত্র-শিক্ষকসহ সবাইকে এগিয়ে আসতে হবে। এ লক্ষ্যে সিএসই কনফারেন্স একটি শুভ উদ্যোগ। সিএসই কনফারেন্সের উদ্যোক্তা প্রকৌশলী মো. ইসরাফিল জানান, তথ্য প্রযুক্তির এ যুগে বেশিরভাগ শিক্ষার্থী তথ্য প্রযুক্তিতে অনেক পিছিয়ে। এমনকি কম্পিউটার বিভাগের শিক...