সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

Duet লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি বৃহস্পতি-শুক্রবার

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি বৃহস্পতিবার ও শুক্রবার পুনর্নির্ধারণ করা হয়েছে। এ আদেশ আগামী ২৭ অক্টোবর থেকে কার্যকর হবে। পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) এর দপ্তর সহকারী পরিচালক মোছা. কামরুন নাহার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ সুলভ করা হোক

পলিটেকনিক শিক্ষাব্যবস্থার দিকে দৃষ্টি দিলে দেখা যায় যে, আজ থেকে প্রায় ৩০-৩৫ বছর আগে বাংলাদেশে সরকারী পলিটেকনিক ছিল হাতেগুনা ১০ থেকে ১৫ টি । সে সব প্রতিষ্টানে শিক্ষার্থী ছিল একেবারে নগন্য। সেই অল্পসংখ্যক শিক্ষার্থীদের জন্য তত্কালীন পলিটেকনিক ছাত্রশিক্ষকরা আন্দোলন করে আশির দশকে প্রতিষ্ঠা করেছিল ‘ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ (DUET)। বর্তমানে সারাদেশে প্রায় ৪৯+টি সরকারি পলিটেকনিক এবং ৪৫০+টি বেসরকারি পলিটেকনিক রয়েছে। যেখান থেকে প্রতি বছর প্রায় হাজার হাজার ডিপ্লোমা প্রকৌশলী বের হয় কিন্তু এর বেশীর ভাগেরই পড়ালেখার যাত্রা এতটুকুতে থেমে যায়, উচ্চ শিক্ষার সুযোগ আর তাদের হয় না। সেই তত্কালীন অল্পসংখ্যক হাতেগুনা কয়েকটি পলিটেকনিক শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য ছিল একটিমাত্র প্রতিষ্টান ডুয়েট। বর্তমানে ৫০০+ পলিটেকনিক কলেজের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য সেই একই প্রতিষ্ঠান ডুয়েট। ডুয়েটের মত এখন পর্যন্ত দ্বিতীয় আর কোন প্রতিষ্টান গড়ে তুলেনি সরকার। শিক্ষা ব্যবস্থায় কেন এমন বৈষম্য আমাদের প্রতি? বর্তমানে শিক্ষাব্যবস্থায় ডিপ্লোমা লাইনে যে হারে শিক্ষার্থী বাড়তেছে সে হা...

স্বপ্নের ডুয়েট: ভর্তির নিয়মাবলী

ডিপ্লোমা প্রকৌশলীদের কাছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) একটি স্বপ্নের প্রতিষ্ঠান।  ৫৪০ আসনের বিপরীতে কয়েক হাজার শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষা দিতে হয় এই প্রতিষ্ঠানে।  ভর্তি পরীক্ষার এই মহাযুদ্ধে যারা অংশ গ্রহণ করতে চান তাদের জন্যে কিছু বিষয় জানা অত্যন্ত আবশ্যক। আবেদনের যোগ্যতাঃ প্রার্থীকে এসএসসি বা তার সমমানের পরিক্ষায় ৫০% অথবা ৫ এর স্কেলে GPA ৩.০০ (ঐচ্ছিক বিষয়সহ) পেতে হবে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/আর্কিটেকচার এ ৬০% অথবা ৪ এর স্কেলে CGPA ৩.০০ পেতে হবে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ ২০১০ ও তৎপরবর্তী সনে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরাই ভর্তি পরিক্ষায় অংশ গ্রহণ করতে পারবে। আসন সংখ্যাঃ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ- ৬০, ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ- ১২০, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ- ১২০, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ- ১২০, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ- ৩০, টেক্সটাইল- ৬০ এবং আর্কিটেকচার বিভাগে ৩০টি আসন। পরীক্ষা পদ্ধতিঃ নন ডিপার্টমেন্টের জন্যে গণিত, পদার্থ, রসায়ন ও ইংরেজী এই চারটি বিষয়ে ১৫০ নম্ব...

কেন আমরা DUET এ ভর্তি পরীক্ষার দিব?

সরকারী ইঞ্জিনিয়ারিংবিশ্ববিদ্যালয় সমুহ ১ম হল  বুয়েট   ২য় হল  ডুয়েট   ৩য় হল চুয়েট   ৪থ হল  কুয়েট   ৫ম  রুয়েট  ইত্যাদি । ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আছে দেশে ও বিদেশে উচ্চশিক্ষার সুযোগ। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের তীর্থস্থান নামে পরিচিত গাজীপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঢাকা  প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(ডুয়েট)  সহ আরও অনেক বিশ্ববিদ্যালয়ে রয়েছে ভর্তি পরীক্ষার সুযোগ । যেমনঃ  IUT ,  SUST  , JUST , HUST,  RU ,  Kazi Nojrul Islam , BOU ইত্যাদি। এখন কথা হল, এত ইউনিভার্সিটি থাকতে কেনো আমরা  DUET  এ ভর্তি পরীক্ষার দিব?  DUET  এর ভর্তি পরীক্ষায় নন-ডিপার্টমেন্ট(গণিত,রসায়ন,পদার্থ,ইংরেজি) এর পাশাপাশি ডিপার্টমেন্টাল বিষয় সমূহ অন্তর্ভুক্ত থাকে । ফলে সকল চাকুরির পরীক্ষা এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরিক্ষা অনেক সহজ হয়ে যায় । ডুয়েটের জন্য প্রস্তুতি নিলে অনন্যা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া অনেক সহজ হয়ে যায় । আর সবচেয়ে বড় কথা হল একটা ভাল সরকারি চাকুরির জন্য ডিপার্টমেন্টাল বিষয় সমূহের উপর ভাল দক্ষতা থাকা...

ডুয়েটে ভর্তি হতে প্রার্থীর সাধারন যোগ্যতা এবং আবেদন পদ্ধতি

প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। প্রার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড / কারিগরি শিক্ষাবোর্ড / মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট / দাখিল বা সমমানের পরীক্ষায় কমপক্ষে ৫০% নম্বর অথবা ৫ এর স্কেলে কমপক্ষে সিজিপিএ ৩.০০ (ঐচ্ছিক বিষয়সহ) পেয়ে উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের ডিপ্লোমা ইন ইঞ্জিনীয়ারিং / আর্কিটেকচার এ  গড় কমপক্ষে ৬০% নম্বর অথবা  ৪ ( চার ) এর স্কেলে কমপক্ষে CGPA ৩.০০ ( তিন ) পেয়ে উত্তীর্ণ হতে হবে।

সদ্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্নকারীদের জন্য গাইড লাইন

লেখকঃ মাসুদ খান , ডুয়েট যারা সদ্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করেছ তাদেরকে অভিনন্দন । তোমরা ইঞ্জিনিয়ারিং এর প্রথম ধাপ অতিক্রম করতে সক্ষম হয়েছো। শিক্ষাজীবনে আরও উপরের ধাপে ওঠার সুযোগ তোমাদের আছে। তবে আমরা যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করি তখন মনে হয় এই বুঝি পড়াশোনার শেষ । কত চাকরি বাজারে অপেক্ষা করছে । কিন্তু এধরনের মনোভাব তোমরা কেন নিয়ে আসছো ? তােমাদের আশেপাশে দেখাে তােমাদের বন্ধুদের পড়াশুনা শেষ করতে এখোনো ৪-৫ বছর সময় লাগবে । তাই তােমরা ও নিজেদের প্রস্তুত করাে । সর্বপ্রথম তোমাদের লক্ষ্য ঠিক করো। কি করবে তোমরা । তা হল, ১. ডুয়েটে বি.এস.সি এর জন্য ভর্তি পরীক্ষার প্রস্তুতি ২. অন্যান্য বিশ্ব-বিদ্যালয়ে বি.এস.সি এর জন্য ভর্তি পরীক্ষার প্রস্তুতি (শা.বি. অন্যতম)

ডুয়েটের ছাত্রছাত্রীদের ৬দফা দাবি নিয়ে মাঠে ।

ছয় দফা দাবিকে সামনে রেখে স্মারকলিপি তৈরির কার্যক্রম প্রায় শেষ প্রর্যায়।  আপনাদের সুবিধার্থে দাবি সমূহ আবারও তুলে ধরা হলঃ                                                                  ১। ডুয়েটের গৌরব ও ঐতিহ্যের প্রতি সম্মান  রেখে মাননীয় রাষ্ট্রপতি মহোদয়কে ছাড়া যেন কোন সমাবর্তন আয়োজন করা না হয়। সমাবর্তনে মাননীয় রাষ্ট্রপতি মহোদয় এঁর উপস্থিতি নিশ্চিত কল্পে মাননীয় রাষ্ট্রপতি মহোদয় এঁর সদয় অনুমতি ক্রমে তাঁর সুবিধামত সময়ে সমাবর্তনের সময় নির্ধারণ পূর্বক তা আয়োজন করতে হবে। এতে সম্ভাব্য নির্ধারিত সময় হতে সমাবর্তনের তারিখ পরিবর্তন হলেও কোন সমস্যা নাই।