ছোটবেলায় জীবনের লক্ষ্য লিখতে গিয়ে অনেকেই পরীক্ষার খাতায় ডাক্তার হওয়ার কথা লিখেছেন। এও একধরনের ডাক্তারি। তবে মানুষের না , উড়োজাহাজের। ওড়ার আগে এবং অবতরণের পরে বিমানের দায়িত্বে থাকেন বিমান প্রকৌশলীরা। এ সময় বিমানের রক্ষণাবেক্ষণ , পরিচর্যা বা কোথাও কোনো সমস্যা হলে তা সমাধানের দায়িত্ব বিমান প্রকৌশলীদের। আকাশে পাড়ি দেওয়ার আগে বিমান পরীক্ষা ও সব বিষয়ে নিশ্চিত হয়ে চূড়ান্ত ইন্সপেকশন করেন তাঁরা। অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার , কম্পিউটেশনাল ফ্লাইট ডাইনামিক ইঞ্জিনিয়ার , অ্যারোস্পেস ডিজাইন ইঞ্জিনিয়ার , অ্যারোস্পেস ম্যামেটিয়াল ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পদে কাজ করেন উড়োজাহাজ ইঞ্জিনিয়াররা। কাজের ক্ষেত্র ও আয় বর্তমানে দেশ ও বিদেশে দক্ষ উড়োজাহাজ ইঞ্জিনিয়ারদের বেশ চাহিদা। জাতীয় বিমান সংস্থাসহ দেশ-বিদেশের বিভিন্ন এয়ারলাইনসে অনেক শূন্য পদ আছে। কাজের যোগ্যতা প্রমাণ করলেই রয়েছে চাকরির সুযোগ। প্রাথমিক অবস্থায় যেকোনো প্রতিষ্ঠানে মাসিক আয় প্রায় ২৫ থেকে ৪০ হাজার টাকা। অভিজ্ঞতা অর্জনের পর বেতন কাঠামো ৬০ হাজার থেকে ৯০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। পাঁচ-ছয় ...