সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

প্রশ্ন ও উত্তর লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রশ্নঃ পড়াশুনার জন্য বাংলাদেশ ভালো হবে নাকি ইন্ডিয়া ?

উত্তরঃ  বাংলাদেশ থেকে ভারতের শিক্ষার মান উন্নত। ভারতের কোন শিক্ষিত লোক বেকার থাকে না তাদের চাকুরি হবেই। কিন্তু বাংলাদেশে শিক্ষা বাধ্যতামূলক হলেও শিক্ষিত হয়েও লক্ষ লক্ষ যুবক চাকুরীর অভাবে বেকার। তাই আপনি ভারতের একজন শিক্ষিত নাগরিক হতে হলে অনেকটা ভাগ্যবান। আর যেহেতু আপনার পরিবারও ভারতে চলে যাচ্ছে বা কিছু দিন পরে যাবে তাহলে আপনাকেও আপনার পরিবারের সাথে থাকাটা উচিত বলে মনে হয় আমার। একটু ভেবে দেখুন আপনি বাংলাদেশের শিক্ষিত হয়ে জীবনে কি পাবেন আর ভারতের শিক্ষিত হয়ে কি পাবেন। আপনি বর্তমানে কোন শ্রেনীতে সেটা উল্লেখ করলে উত্তর আরও ভালোভাবে দেওয়া যেত।  আপনাকে বলি রাখি বাংলাদেশের শিক্ষা ব্যাবস্থা আর ভারতের শিক্ষা ব্যাবস্থা অনেক কিছুইই আলাদা। যেমন-  বাংলাদরশে ১০ ক্লাস পাস করলে SSC পরীক্ষা দিতে হয় অর্থ্যাত ১১ তম ক্লাসে কলেজ কিন্তু ভারত বর্ষে ১২ তম ক্লাসে SSC পরীক্ষা হয়। আরও অনেক পার্থক্য আছে সেগুলো জেনেই সিদ্ধান্তটা নিবেন। তা না হলো পরর্বতীতে সমস্যা হতে পারে।  আর একটা কথা বলতে চাই সেটা হলো - একটা কথা আছে "বিদেশের মাটি যতই স্বচ্ছলতা দান করুন, নিরাপত্তা দিতে পারে না।" তাই...

প্রশ্নঃ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর 'ডিপ্লোমা' শব্দের অর্থ কি?

"Diploma"

প্রশ্নঃ ডিপ্লোমা পাস ছাত্র কি পরবর্তীতে কি বি.সি.এস পরীক্ষা দিতে পারে?

প্রশ্নঃ  বাংলাদেশের শিক্ষা ব্যাবস্থায় জেনারেল থেকে পাস করা এক জন ছাত্র বিসিএস পরীক্ষা দিতে পারে এটা আমরা জানি, কিন্তু ডিপ্লোমা পাস এক জন ছাত্র কী পরবর্তীতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পাস করে বি.সি.এস পরীক্ষা দিতে পারে?  যদি পারে হলে কি কোন শর্ত আছে নাকি? উত্তরঃ  চার বছর মেয়াধী বিএসসি করার পর যে কেউ বিসিএস দিতে পারবে। বিসিএস পরীক্ষার শিক্ষাগত য্যোগতার ক্ষেত্রে বলা হয় যে চার বছর মেয়াদী স্নাতক অথবা স্নাতকোত্তর, সে ক্ষেত্রে যদি কেউ চার বছর মেয়াদী স্নাতক করে তাহলেই সে যোগ্য। 

প্রশ্নঃ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সিভিলের ভবিষ্যৎ কি?

প্রশ্নঃ  ছোট ভাই এস, এস, সি তে ২০১৫ সালে জিপিএ ৫ পেয়েছে, সে একটি সরকারি পলিটেকনিক সিভিল এ ডিপ্লোমা করছে, আমার ইচ্ছা সে ভাল কিছু করুক। ডুয়েট ছাড়াও অন্য কোন পাবলিক ভার্সিটিতে কি পড়ার সুযোগ আছে? পাবলিক ভার্সিতে পড়তে হলে বা অন্য কোন দিকে ক্যারিয়ার গড়তে হলে এখন থেকেই তার কি করা উচিত? এবং সে কোন কোন ক্ষেত্রে কিভাবে তার ক্যারিয়ার গড়তে পারবে? এই বিষয়ে সকলের মতামত আশা করছি। উত্তরঃ সময়ের সাথে সাথে সিভিল ইঞ্জিনিয়ার এর গুরুত্ত্ব বাড়ছে। বর্তমানে তারা আগুন নিয়ন্ত্রণ নিয়েও কাজ করে। তারা আগুনে ক্ষয় ক্ষতি যেন কম হয় সেই বিষয়েও কাজ করে। পুরাতন মিশর এর পিরামিড বা রাস্তা নির্মাণে সিভিল ইঞ্জিনিয়ার এর ভূমিকা উল্ল্যেখযোগ্য অবদান ছিল। প্রকৌশল বিজ্ঞান এর মধ্যে সবচেয়ে পুরানো হলো সিভিল ইঞ্জিনিয়ারিং। পানি,বাতাস এবং মাটি পরিশোধনের বিভিন্ন উপায় নিয়েও সজাগ। Civil Engineering পুরকৌশল- প্রকৌশলবিদ্যার অন্যতম শাখা। সঙ্গত কারনেই সারা পৃথিবীর প্রকৌশল বিদ্যায় আগ্রহী শিক্ষার্থীদের পছন্দের তালিকায় থাকে এই শাখাটি। স্বপ্ন যাদের দেশ গড়ার তাদের জন্যই পুরকৌশল। চাহিদারকথা বলতে গেলে বলতে হয় কিছু কিছু বিষয়ের চাহিদা সেই প্...

প্রশ্নঃ ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এর বর্তমান মান কি ?

উত্তরঃ ডিপ্লোমার সার্টিফিকেট  মূলত চাকরী ক্ষেত্রে ২য় ক্লাস মানের। এবং শিক্ষাবোর্ড হিসেবে এর মান হল HSC 12, Diploma 14, Honurs 16। এখন আপনি বিবেচনা করে দেখুন।  আশা করি বুঝতে পেরেছেন।