উত্তরঃ বাংলাদেশ থেকে ভারতের শিক্ষার মান উন্নত। ভারতের কোন শিক্ষিত লোক বেকার থাকে না তাদের চাকুরি হবেই। কিন্তু বাংলাদেশে শিক্ষা বাধ্যতামূলক হলেও শিক্ষিত হয়েও লক্ষ লক্ষ যুবক চাকুরীর অভাবে বেকার। তাই আপনি ভারতের একজন শিক্ষিত নাগরিক হতে হলে অনেকটা ভাগ্যবান। আর যেহেতু আপনার পরিবারও ভারতে চলে যাচ্ছে বা কিছু দিন পরে যাবে তাহলে আপনাকেও আপনার পরিবারের সাথে থাকাটা উচিত বলে মনে হয় আমার। একটু ভেবে দেখুন আপনি বাংলাদেশের শিক্ষিত হয়ে জীবনে কি পাবেন আর ভারতের শিক্ষিত হয়ে কি পাবেন। আপনি বর্তমানে কোন শ্রেনীতে সেটা উল্লেখ করলে উত্তর আরও ভালোভাবে দেওয়া যেত। আপনাকে বলি রাখি বাংলাদেশের শিক্ষা ব্যাবস্থা আর ভারতের শিক্ষা ব্যাবস্থা অনেক কিছুইই আলাদা। যেমন- বাংলাদরশে ১০ ক্লাস পাস করলে SSC পরীক্ষা দিতে হয় অর্থ্যাত ১১ তম ক্লাসে কলেজ কিন্তু ভারত বর্ষে ১২ তম ক্লাসে SSC পরীক্ষা হয়। আরও অনেক পার্থক্য আছে সেগুলো জেনেই সিদ্ধান্তটা নিবেন। তা না হলো পরর্বতীতে সমস্যা হতে পারে। আর একটা কথা বলতে চাই সেটা হলো - একটা কথা আছে "বিদেশের মাটি যতই স্বচ্ছলতা দান করুন, নিরাপত্তা দিতে পারে না।" তাই...