গণমানুষের সামগ্রিক মুক্তির জন্য প্রযুক্তির গণমুখী ব্যবহার নিশ্চিত করার আহবান জানিয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)। গণপ্রকৌশল দিবস ১৩ ও আইডিইবির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা উপলক্ষে বৃহস্পতিবার ঢাকায় আইডিইবি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহবান জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান। এতে আরো ছিলেন সহ-সভাপতি একেএম আবদুল মোতালেব, যুগ্ম সম্পাদক মো. ফজলুর রহমান খান, খন্দকার মাইনুর রহমান, আতিয়ার রহমান, সাইদুর রহমান, মো. শামসুল হক, গিয়াস উদ্দিন, কাজী নজরুল ইসলাম, কামরুজ্জামান নয়ন, মো. রেহান মিয়া, সাদিয়া সুলতানা, ঢাকা জেনিক সভাপতি মো. খবির হোসেন প্রমুখ। সংবাদ সম্মেলনে বলা হয়, বিজ্ঞান ও প্রযুক্তির বহুমাত্রিক ব্যবহার এবং এর সুফল জনমানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে সামাজিক আন্দোলন ও জনমত সৃষ্টির বিকল্প নেই। এ জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার পাশাপাশি এ সেক্টরে নিয়োজিত কর্মীদের বিশেষ দায়বোধ রয়েছে। এ কারণে দেশজুড়ে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে এ দিবস উদযাপনের উদ্যোগ নেওয়া ...