ছয় দফা দাবিকে সামনে রেখে স্মারকলিপি তৈরির কার্যক্রম প্রায় শেষ প্রর্যায়। আপনাদের সুবিধার্থে দাবি সমূহ আবারও তুলে ধরা হলঃ
১। ডুয়েটের গৌরব ও ঐতিহ্যের প্রতি সম্মান রেখে মাননীয় রাষ্ট্রপতি মহোদয়কে ছাড়া যেন কোন সমাবর্তন আয়োজন করা না হয়। সমাবর্তনে মাননীয় রাষ্ট্রপতি মহোদয় এঁর উপস্থিতি নিশ্চিত কল্পে মাননীয় রাষ্ট্রপতি মহোদয় এঁর সদয় অনুমতি ক্রমে তাঁর সুবিধামত সময়ে সমাবর্তনের সময় নির্ধারণ পূর্বক তা আয়োজন করতে হবে। এতে সম্ভাব্য নির্ধারিত সময় হতে সমাবর্তনের তারিখ পরিবর্তন হলেও কোন সমস্যা নাই।
২। সমাবর্তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এঁর সুযোগ্য কন্যা গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কে সম্মানসূচক ডক্টরের ডিগ্রি প্রদান করতে হবে।
৩। সমাবর্তনে দেশ-বরেণ্য ব্যক্তিবর্গকে সাদর আমন্ত্রণ জানাতে হবে।
৪। সমাবর্তনের ব্যাপক প্রচার ও প্রচারণার ব্যবস্থা করতে হবে। এর জন্য বিশেষ ক্রোরপত্র প্রকাশসহ জাতীয় দৈনিক পত্রিকা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক প্রচারণার ব্যবস্থা করতে হবে।
৫। সমাবর্তন অনুষ্ঠানে ডুয়েট আন্দোলনকে স্মরণীয় করে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং ডুয়েট আন্দোলনের সম্মানার্থে ডুয়েট ক্যাম্পাসে “ডুয়েট স্মৃতিস্থম্ভ” স্থাপন করতে হবে। যাতে ডুয়েট আন্দোলনে পূর্ণ চিত্র প্রকাশ পায়।
৬। ডুয়েটের ব্যাপক প্রচার ও প্রচারণার স্বার্থে সমাবর্তনসহ যাবতীয় অনুষ্ঠান ডুয়েটের মাটিতেই আয়োজন করতে হবে।
আশা রাখি এই দাবি সমূহের সাথে সকলেই একমত প্রশন করবেন এবং শেয়ার করে সকলের কাছে এই দাবি সমূহ পৌঁছাতে সহযোগীতা করবেন।
.......................
রাষ্ট্রপতি ছাড়া কোন সমাবর্তন নয়,
গৌরবের প্রশ্নে আপোষ নয়।
*****
No convocation without honorable President,
pride isn't compromised.