সরকারী ইঞ্জিনিয়ারিংবিশ্ববিদ্যালয় সমুহ ১ম হল বুয়েট ২য় হল ডুয়েট ৩য় হল চুয়েট ৪থ হল কুয়েট ৫ম রুয়েট ইত্যাদি ।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আছে দেশে ও বিদেশে উচ্চশিক্ষার সুযোগ। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের তীর্থস্থান নামে পরিচিত গাজীপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(ডুয়েট) সহ আরও অনেক বিশ্ববিদ্যালয়ে রয়েছে ভর্তি পরীক্ষার সুযোগ । যেমনঃ IUT, SUST ,JUST, HUST, RU, Kazi Nojrul Islam, BOU ইত্যাদি।
এখন কথা হল, এত ইউনিভার্সিটি থাকতে কেনো আমরা DUET এ ভর্তি পরীক্ষার দিব? DUET এর ভর্তি পরীক্ষায় নন-ডিপার্টমেন্ট(গণিত,রসায়ন,পদার্থ,ইংরেজি) এর পাশাপাশি ডিপার্টমেন্টাল বিষয় সমূহ অন্তর্ভুক্ত থাকে । ফলে সকল চাকুরির পরীক্ষা এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরিক্ষা অনেক সহজ হয়ে যায় ।
ডুয়েটের জন্য প্রস্তুতি নিলে অনন্যা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া অনেক সহজ হয়ে যায় । আর সবচেয়ে বড় কথা হল একটা ভাল সরকারি চাকুরির জন্য ডিপার্টমেন্টাল বিষয় সমূহের উপর ভাল দক্ষতা থাকা দরকার। তাই ডুয়েটের জন্য প্রস্তুতি নেয়া খুবই গুরুত্বপূর্ণ ।
সকলে আমাদের লেখার উপর মতামত দিবেন ।
মন্তব্যসমূহ