সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার

এই কথাটি বলতে যে সকল ভাইয়েরা হিনমন্য ও চিন্তিত তারা দয়া করে পড়বেন।


*BSc না করে নাকি নামের আগে ইঞ্জিনিয়ার লিখতে পারবো না।
বিশ্বের কোন দেশে এমন রুল আছে? কারো জানা থাকলে জানাবেন please.
*ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং একটি আন্তর্জাতিক স্বীকৃত শিক্ষা ব্যবস্থা. A level বা HSC করার পরে কারিগরি ব্যবস্থায় ১ বছর(যেমন:TICI) পড়ালেখা করলে Technician হওয়া যায়। তারপর ১ বছর পড়ালেখা করলে Diploma certificate পাওয়া যায়। তারপর আরো ১ বছর মোট ৩ বছর পড়ালেখা করলে Heigher Diploma certificate পাওয়া যায়। তারপর ১ বছর পরে BSc এবং তার ১ বছর পরে MSc.
*আমাদের দেশের HSC (12 Y) বিদেশের A level (11 Y)
BSc Engineer হতে হলে A level এর পরে ৪ বছর পড়ালেখা করতে হয়
*সেই হিসাবে International standard এর Diploma certificate চাইলে HSC এর পরে ২ বছর পড়ালেখা করতে হবে। তাই Diploma ৩ বছর থেকে ৪ বছর করা হয়েছে। আর ডিগ্রী ৩ বছর। তাই Diploma Degree equivalent হয় না ।
*কারিগরি ব্যবস্থার সাধারণ শিখ্যার সাথে মিলানো যাবেনা , যেমন Medical MBBS ও একটি World Recognise Education level.এতে ৫ বছর পড়ালেখা করে তা ডিগ্রী সমতুল্য (ঢাকা পিজি তে পড়ে) Postgraduate হতে হয়। কিন্তু General education system এ ৫ বিছরেই Postgraduate degree পাওয়া যায়। কই তারাতো নিজেদের সাথে কারো তুলনা করে না! তাই নিজের পাল্লার ভার নিজেকে বুঝে নিতে হবে।
*যারা ডিপ্লোমা করে 4Y BSc (private) এ করে এবং ভাবে আমার দুই বছর লস হল।আসলে তা নয়, আপনি মূলত দুইটি ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট পেলেন, যার মূল্যায়ন দেশীয় এবং আন্তর্জাতিকভাবে একটি ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেটধারির থেকে অবশ্যই বেশী।
*Diploma একটি কারিগরি Education Level general education এর সাথে এর কোন সম্পর্ক নেই । অধিকাংশ প্রতিষ্ঠানে General degree pass করা লোকজন Diploma Engineer er under এ কাজ করে।
*বিদেশের মত বাংলাদেশেও Diploma এর পরে ২ বছর পড়ালেখা করলে BSc certificate দেয়া হয় তবে সেটা শুধু (AMIE) তেই সিমাবদ্ধ।যদিও তা সর্বক্ষেত্রে দেয়া উচিৎ কিন্তু সমস্যা হল শিখ্যার মিডিয়াম। Diploma হল বাংলা আর BSc হল English . আর Diploma student দের English এর যে ভয়াবহ অবস্থা Class a Topic ta english এ বললে সবাই হা করে তাকিয়ে থাকে।
*তবে এর জন্য তারা দায়ী নয়। দায়ী কারিগরি শিখ্যা ব্যবস্থা । এখন যারা পলিটেকনিক এ পড়ে তাদের জিপিএ ৪. ৫ এর উপরে এবং কিছু ছাড়া সবাই ভাল ছাত্র । ২ সেমিস্টার ইঞ্জিনিয়ারিং টার্ম বাংলায় পড়ালেখা করে ইংলিশ নামে যে একটা ভাষা আছে তা ভুলতে বসে । কিন্তু চাকুরী জীবন ইঞ্জিনিয়ার দের ইংলিশ ছাড়া মূল্যহীন । তাই Diploma Engineer দের আজ এই অবস্থা। Diploma engineering যখন ইংলিশ মিডিয়াম ছিল তখন কি তারা কিছু জানতেন না ? অনেক ভাল জানতেন এমন কি এখন কার BSc থেকেও।
*আর একটা বিষয় Diploma engineering একটি Applied Science তাতে ভাল কিছু জানতে হলে অবশ্যই Science টা ভাল জান্তেই হবে। মাদ্রাসা, কলা আর ব্যবসায় শিখ্যার ছাত্রদের জন্যে যা অনেকটাই কঠিন। তাই তাদের প্রথম দিকটায় অনেক বেশী পরিশ্রমী হতে হবে।
*আমার পরিচিত অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছেন যাহারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে MD, GM বা DGM এর মত উঁচু পদে দায়িত্বরত আছেন এবং সম্মানের সহিত লক্ষ টাকা আয় করছেন।আর বিদেশে যারা আছেন বা নিজস্ব ফার্ম করেছেন তারাতো সোনায় সোহাগা।
*তাই সবাইকে নব উদ্দমে সামনে এগোনোর আহ্বান জানাচ্ছি....
এস এম রানা
SAE(Chemical)
@BCIC under
Ministry of Industry


যদি ইঞ্জিনিয়ারের ছাত্র হয়ে থাকলে  ভিডিও টি না দেখে যাবেন না......।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট: সাড়ে ৬ বছর ধরে বন্ধ ছাত্রাবাস, শিক্ষার্থীদের ভোগান্তি

২০১০ সালের ৭ জানুয়ারি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে সংঘর্ষে ছাত্রলীগের হামলায় নিহত হন ছাত্রমৈত্রীর রেজাওয়ানুল চৌধূরী সানি। এ ঘটনায় ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ওই দিন বিকেল পাঁচটার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক ছাত্রাবাস ত্যাগের নিদের্শ দেওয়া হয়। এর কিছুদিন পর এই শিক্ষা প্রতিষ্ঠানটি  খুলে পড়াশোনার পরিবেশ স্বাভাবিক হলেও দীর্ঘ সাড়ে ছয় বছর ধরে বন্ধই রয়েছে ইনস্টিটিউটের তিনটি ছাত্রাবাস। ফলে অবকাঠামো থাকার পরেও আবাসন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন নগরীর বাইরে থেকে আসা শিক্ষার্থীরা। এতে করে চরম ভোগন্তি পোহাতে হচ্ছে তাদের। এ অবস্থায় দ্রুত ছাত্রাবাসগুলো খুলে দেওয়ার জোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। অন্যদিকে র্দীঘদিন ছাত্রাবাস বন্ধ থাকায় তা বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে সংস্কার না হওয়ায় ছাত্রাবাসগুলো খুলে দেওয়া সম্ভব হচ্ছে না। তবে ছাত্রাবাস সংস্কার করে তা খুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন পলিটেকনিক ইন্সটিটিউট কর্তৃপক্ষ। অন্যদিকে একাধিক সূত্র নিশ্চিত করেছে, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগ ও ছাত্রমৈত্রীর দ্বন্দ্ব এখ...

ডিপ্লোমা কি অনার্স এর সমমান?

না ডিপ্লোমা অনার্সের সমমান নয়। বাংলাদেশের শিক্ষার মান কোনটা কি দেখতে নিচের ছবিটা দেখুন

ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কিভাবে শাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ চান্স পেতে চান ?

শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বেস্ট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর মধ্যে একটি । এখানকার কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (CSE) ফ্যাকাল্টি এবং ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) এর ফ্যাকাল্টি এর ডিমান্ড বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (BUET) এর পরপরই । কেননা এই দুইটি ফ্যাকাল্টি বিশেষত CSE ফ্যাকাল্টি এর দায়িত্বে রয়েছেন আমাদের সকলের অতি পরিচিত মুখ আর আমাদের শ্রদ্ধাভাজন " ডঃ মুহাম্মদ জাফর ইকবাল স্যার" । এই কথা শুনে ডিপ্লোমা স্টুডেন্ট কিংবা ডুয়েটিয়ান রা যত চিল্লাচিল্লি করুক না কেন শেষ পর্যন্ত যখন জব মার্কেট কে এনালাইসিস করবে সকলে এবং সেই সাথে যখন দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিবিদ দের পরামর্শ নিবেন তখনই বুঝতে পারবেন কথাটি কতটুকু সত্য । যাই হউক এবার আসি মুল বক্তব্য এ । একথা সত্য যে যে ডুয়েট এর জন্য প্রস্তুতি নেওয়া ব্যাতিরখে কেউ কখনও শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ ভর্তির আশা কোনভাবেই করতে পারে না ।