সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বন্ধ হচ্ছে ৮৭ বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট !

বেঁধে দেয়া সময়ের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে না যাওয়ায় ৮৭ বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটকে নতুন করে শোকজ করেছে সরকার। নিজস্ব ক্যাম্পাসে যাওয়া ইস্যুতে দফায় দফায় তাগিদপত্র ও শোকজ লেটার দেয়ার পরও কোনো ধরনের জবাব না পাওয়ায় ফের শোকজ দেয় কারিগরি শিক্ষাবোর্ড। এসব প্রতিষ্ঠানের পাঠদান স্বীকৃতি বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে বোর্ড কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কারিগরি সেক্টরের বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিটিউটে চরম অরাজকতা চলছে। বোর্ড ও বেসরকারি মালিকদের শক্তিশালী সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে বেসরকারি এ খাত। সাইক, শ্যামলী আইডিয়ালের মতো চারটি গ্রুপের নিয়ন্ত্রণে থাকায় কারিগরি শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে। চরম বিশৃঙ্খলা বিরাজ করা এ সেক্টর নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে সরকার। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, তাদের একাধিক শোকজ করেও জবাব পায়নি বোর্ড। বাধ্য হয়ে এসব প্রতিষ্ঠানের পাঠদানের স্বীকৃতি বাতিল করার প্রক্রিয়া শুরু করেছে বোর্ড কর্তৃপক্ষ। 
বোর্ড সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে ৪৬১টি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থাকলেও সবাই নাজুক অবস্থা। প্রথম সারি ৩০-৩৫টি বাদ দিলে বাকি ৪ শতাধিক প্রতিষ্ঠানের মান নিয়ে প্রশ্ন উঠেছে। এরপরও থেমে নেই নতুন প্রতিষ্ঠান অনুমোদন। বোর্ড ও বেসরকারি পলিটেকনিকের একটি সিন্ডিকেট নানা সুযোগ সুবিধা নিচ্ছে। এ কারণে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না সরকার। সর্বশেষ নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার ব্যর্থতায় স্বীকৃতি/পাঠদান কেন বাতিল করা হবে না তা জানতে ১ মাসের মধ্যে জবাব চেয়ে বোর্ডের পক্ষ থেকে ৮৭ পলিটেকনিক ইনস্টিটিউটকে শোকজ দেয়া হয়েছিল। এর মধ্যে মাত্র ৩৬টি প্রতিষ্ঠান এর জবাব দিয়েছে। 
জানা গেছে, এর আগেও ২০১৩ সালে এক মাস সময় বেঁধে দিয়েও একই ধরনের শোকজ দিয়েও জবাব পায়নি বোর্ড। এখন চূড়ান্ত পর্যায়ে তাদের পাঠদানের স্বীকৃতি বাতিলের প্রক্রিয়া শুরু করেছে। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে জবাবদিহি, স্বচ্ছতা ও মান রক্ষায় এমন উদ্যোগ বলে জানিয়েছেন বোর্ড কর্মকর্তারা।    
জানতে চাইলে এ বিষয়ে কারিগরি বোর্ডের চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান বলেন, এসব প্রতিষ্ঠানের অনুমতি দেয়ার সময় শর্ত ছিল নির্ধারিত সময়ে নিজস্ব জমিতে ক্যাম্পাস স্থানান্তর করবে। কিন্তু অধিকাংশ প্রতিষ্ঠান তা করেনি। একাধিকবার তাদের নোটিশ দিয়েও নিজস্ব ক্যাম্পাসে নিতে পারেনি। সর্বশেষ তাদের শোকজ করা হয়েছে। তাও অর্ধেকের বেশি প্রতিষ্ঠানের শোকজের জবাব পর্যন্ত দেয়নি। এভাবে তাদের চলতে দেয়া যায় না। তিনি বলেন, যারা জবাব দিয়েছে তা দেখা হচ্ছে। যারা জবাব দেয়নি তাদের একাডেমিক স্বীকৃতি বাতিল করার প্রক্রিয়া শিগগিরই শুরু করা হবে।  
বোর্ড সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাসে কারিগরি বোর্ডের পরিদর্শক প্রকৌশলী আবদুল কদ্দুস সরদার এই ৮৭টি প্রতিষ্ঠানকে চিঠি দেন। চিঠিতে বলা হয়, ২০১৩ সালে ২০ই মার্চ নিজস্ব জমিতে যাওয়ার জন্য আপনাদের কারণ দর্শানোর নোটিশ করা হয়েছিল। কিন্তু অদ্যাবধি এর জবাব পাওয়া যায়নি। যা ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম পরিচালনার নীতিমালা ৩৫.৩ ধারা পরিপস্থী। এ অবস্থায় কেন আপনার প্রতিষ্ঠানে পাঠদানের অনুমতি স্থগিত বা বাতিল করা হবে না তার জবাব দিতে হবে। এই জবাব দেয়ার জন্য এক মাস সময় বেঁধে দেয়া হয়। নিজস্ব জমিতে না যাওয়ার কারণ হিসেবে আর্থিক সমস্যা, নিজস্ব জমিতে গেলে শিক্ষার্থী না পাওয়া, যোগাযোগব্যবস্থা খারাপের কথা বলা হয়েছে মালিকদের পক্ষ থেকে। 
বোর্ডের পরিদর্শন শাখার কর্মকর্তারা জানান, এক মাসেও অর্ধেকের বেশি প্রতিষ্ঠানে জবাব পাওয়া যায়নি। যারা জবাব দিয়েছে তাও সন্তোষজনক না। এ অবস্থায় বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখতে এসব প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি সাময়িক স্থগিত করতে পারে বোর্ড।
জানতে চাইলে এ বিষয়ে কারিগরি বোর্ডের উপ-পরিদর্শক বিজয় কুমার নাথ বলেন, নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার তাগদা দেয়ার কারণ কারিগরি শিক্ষার মান রক্ষা করা। সরকার এ শিক্ষাকে এখন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ২০২১ সালের মধ্যে কারিগরিতে ভর্তির হার ২০ ভাগের বেশি করার জন্য কাজ করছে। আমরা চাই ভর্তির হার বাড়ার পাশাপাশি মান যেন ঠিক থাকে। কিন্তু এখানে কিছু বিশৃঙ্খলা বিরাজ করছে এটা নিয়ন্ত্রণ করা গেলে মান রক্ষা করা যাবে।  তিনি বলেন, সর্বশেষ বোর্ড থেকে এসব প্রতিষ্ঠানের জমি সংত্রুান্ত তথ্য চাওয়া হয়েছে। সেখানে জমির মৌজা, খতিয়ান, জমির পরিমাণ, দলিল নম্বর, রেজিস্ট্রার অফিসের নাম ঠিকানা, নামজারির তারিখ এবং সর্বশেষ খাজনা দেয়ার তারিখ ইত্যাদি বিষয় চাওয়া হয়েছে।
নীতিমালায় অনুযায়ী, একটি পলিটেকনিক স্থাপনের জন্য ১৫০ থেকে ২শ’ বর্গফুট বিশিষ্ট ৯টি সাধারণ কক্ষ, প্রতিটি টেকনোলজির জন্য ৪টি শ্রেণিকক্ষ, শিক্ষকদের বসার জন্য দুটি পৃথক কক্ষ, পদার্থ ও রসায়নের জন্য ২শ’ বর্গফুটের জন্য ২টি পৃথক কক্ষ থাকতে হবে। এ ছাড়া সিভিল/আর্কিটেকচার কোর্সের জন্য ৪০০ থেকে ৬শ’ বর্গফুটের ১০টি ল্যাবরেটরি/ওয়ার্কশপ, মেকানিক্যাল টেকনোলজির জন্য ৪শ’ থেকে ৬শ’ বর্গফুটের ৮টি, ইলেকট্রিক্যাল টেকনোলজির জন্য ৬টি, ইলেকট্রনিক্স টেকনোলজির জন্য ৫টি, কম্পিউটার টেকনোলজির জন্য ৬টি, পাওয়ার টেকনোলজির জন্য ৫টি পৃথক ল্যাবরেটরি/ওয়ার্কশপ থাকতে হবে। 
লেখকঃ নাজিউর রহমান সোহেল, ভোরের ডাক 
কারিগরি শিক্ষা বিষয়ক পরবর্তি পর্বের লিখা পড়তে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। চাকরি ও ক্যারিয়ার বিষয়ক আপডেট পেতে আমাদের ফেসবুক গ্রুপেঃ https://facebook.com/groups/pesshl/

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট: সাড়ে ৬ বছর ধরে বন্ধ ছাত্রাবাস, শিক্ষার্থীদের ভোগান্তি

২০১০ সালের ৭ জানুয়ারি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে সংঘর্ষে ছাত্রলীগের হামলায় নিহত হন ছাত্রমৈত্রীর রেজাওয়ানুল চৌধূরী সানি। এ ঘটনায় ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ওই দিন বিকেল পাঁচটার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক ছাত্রাবাস ত্যাগের নিদের্শ দেওয়া হয়। এর কিছুদিন পর এই শিক্ষা প্রতিষ্ঠানটি  খুলে পড়াশোনার পরিবেশ স্বাভাবিক হলেও দীর্ঘ সাড়ে ছয় বছর ধরে বন্ধই রয়েছে ইনস্টিটিউটের তিনটি ছাত্রাবাস। ফলে অবকাঠামো থাকার পরেও আবাসন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন নগরীর বাইরে থেকে আসা শিক্ষার্থীরা। এতে করে চরম ভোগন্তি পোহাতে হচ্ছে তাদের। এ অবস্থায় দ্রুত ছাত্রাবাসগুলো খুলে দেওয়ার জোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। অন্যদিকে র্দীঘদিন ছাত্রাবাস বন্ধ থাকায় তা বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে সংস্কার না হওয়ায় ছাত্রাবাসগুলো খুলে দেওয়া সম্ভব হচ্ছে না। তবে ছাত্রাবাস সংস্কার করে তা খুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন পলিটেকনিক ইন্সটিটিউট কর্তৃপক্ষ। অন্যদিকে একাধিক সূত্র নিশ্চিত করেছে, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগ ও ছাত্রমৈত্রীর দ্বন্দ্ব এখ...

ডিপ্লোমা কি অনার্স এর সমমান?

না ডিপ্লোমা অনার্সের সমমান নয়। বাংলাদেশের শিক্ষার মান কোনটা কি দেখতে নিচের ছবিটা দেখুন

ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কিভাবে শাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ চান্স পেতে চান ?

শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বেস্ট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর মধ্যে একটি । এখানকার কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (CSE) ফ্যাকাল্টি এবং ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) এর ফ্যাকাল্টি এর ডিমান্ড বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (BUET) এর পরপরই । কেননা এই দুইটি ফ্যাকাল্টি বিশেষত CSE ফ্যাকাল্টি এর দায়িত্বে রয়েছেন আমাদের সকলের অতি পরিচিত মুখ আর আমাদের শ্রদ্ধাভাজন " ডঃ মুহাম্মদ জাফর ইকবাল স্যার" । এই কথা শুনে ডিপ্লোমা স্টুডেন্ট কিংবা ডুয়েটিয়ান রা যত চিল্লাচিল্লি করুক না কেন শেষ পর্যন্ত যখন জব মার্কেট কে এনালাইসিস করবে সকলে এবং সেই সাথে যখন দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিবিদ দের পরামর্শ নিবেন তখনই বুঝতে পারবেন কথাটি কতটুকু সত্য । যাই হউক এবার আসি মুল বক্তব্য এ । একথা সত্য যে যে ডুয়েট এর জন্য প্রস্তুতি নেওয়া ব্যাতিরখে কেউ কখনও শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ ভর্তির আশা কোনভাবেই করতে পারে না ।