চমকে যাবার কিছু নেই ঘটনা সত্য । আজ সারাদিন বিভিন্ন যায়গা ঘুরে নিজে শিওর হলাম । এ বিষয়ে গত বছর আইডিইবি ও বাংলাদেশ শিক্ষাবোর্ড তাদের নিজস্ব ওয়েব সাইটে নোটিশ দিয়েছিলো ।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রাপ্য সম্মান দিতেই এমন সিদ্ধান্ত ।
ক্যাম্পাস হিসেবে ব্যবহৃত হবে আইডিবি ভবন । তবে সার্টিফিকেট হবে আন্তর্জাতিক মানের । যার মুল্য পৃথীবির সর্বত্র রয়েছে ।
এই সার্টিফিকেট প্রদান করবে University Of derby .
এটি লন্ডনের হলেও এর মান যুক্তরাষ্ট সহ প্রায় সারাবিশ্বে রয়েছে । ডার্বির ক্যাম্পাস আছে প্রায় ৪০ টি দেশে ।
সার্বিক সহযোগীতায় থাকবে BAC university।
এক্ষেত্রে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ২ বছর মেয়াদী এই কোর্স শেষ করার পর
এমবি এ এর সার্টিফিকেট পাবেন । অনার্স কিংবা ডিগ্রি করতে হবে না ।
এই ২ বছর কোর্সে তাকে এডভান্স ডিপ্লোমা নামে একটি কোর্স ও শেষ করানো হবে ।
তবে তা ২ বছরের মদ্ধেই । ৩ মাসে এক সেমিস্টার হিসেবে দুই বছরে মোট আটটি সেমিষ্টার সম্পন্ন করতে হবে ।
গত বছর এই কোর্সটি অনুমোদন দেয় বাংলাদেশ শিক্ষা মন্ত্রনালয় ।
গত বছর জুন মাসে অনুমোদন পত্রে সাক্ষর করেন মাননীয় শিক্ষা সচিব ।
এর পর অক্টোবর সেশনে ভর্তির জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয় আইডিইবির নিজস্ব ওয়েব সাইটে । ভর্তিও হয় অনেক ছাত্র ছাত্রী ।
কিন্তু কিছুদিন পর আইডিবির নির্বাচন থাকায় পিছিয়ে যায় ভর্তি কার্যক্রম ।
এর মদ্ধ্যে বিভিন্ন সমস্যার কারনে আপাতত এই বছর থেকে আর শুরু করা যাচ্ছে না
এমনটাই আমাকে নিশ্চিত করেন আইডিবির সভাপতি ও
একাডেমিক সেকশন থেকে ।
তারা জানান প্রথমে এর কোর্স ফি ২৫০০০০ টাকা ধরা হলেও পরে তা
৩০০০০০ টাকা করতে অনুরোধ জানায় সংযুক্ত বিশববিদ্যালয় গুলো ।
তবে আইডিবি চাচ্ছে তা আড়াইলাখ এর মদ্ধ্যে রাখতে ।
তাই একটু বিলম্ব হচ্ছে কার্যক্রম পুরোদমে শুরু হতে ।
তবে তিনি বলেন আগামী বছর শুরুর দিকেই ভর্তি শুরু হবে তাতে সন্দেহ নেই ।
এবং তিনি আরো জানান গতকাল এই বিষয় নিয়েই মিটিং হয়েছিল । এবং সেখান
থেকে তার তাদের প্রস্তাবের সম্মতিসুচক ইংগিত পেয়েছেন ।
তাই আমরা আশা রাখতে পারি আগামী বছর শুরুর দিকেই আগ্রহীরা ভর্তি হতে পারবেন ।
এ ব্যাপারে কারো সন্দেহ থাকলে শিক্ষাবোর্ড বা আইডিইবির ওয়েব সাইট দেখুন ।
অথবা সরাসরি আইডিইবি ভবনে গিয়ে দিতীয় তলায় ১০৭ নাম্বার রুমে যোগাযোগ
করুন।
।
পকেটের টাকা খরচ করে সারাদিন দৌড়ঝাপ করে আপনাদের জন্য এই খবরের সত্যতা নিশ্চিত করেছি ।
কোন বিনিময় চাই না । শুধু চাই আমাদের সব ডিপ্লোমেট ভাইয়েরা সঠিক তত্থ্য পাক ।
প্লিজ শেয়ার করুন ।
মন্তব্যসমূহ
the reason of every diploma holder 1st need a graduation level for face in better job recruitment. & also build his engineering career