সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

হাফ ভাড়া ও সিটিং বাস বন্ধের দাবিতে কাল আন্দোলনে নামছে শিক্ষার্থীরা

সারাদেশের ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত এর জন্য সকল বাসে হাফ পাশ ভাড়া চালু, সিটিং এর নামে চিটিংবাজি বন্ধ করে গন-পরিবহন বাড়ানোর দাবিতে কাল আন্দোলনে নামছে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।হাফ ভাড়া ও সিটিং বাস বন্ধের দাবিতে কাল আন্দোলনে নামছে শিক্ষার্থীরা
আগামীকাল বৃহস্প্রতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় ছাত্র গণ জমায়তের ডাক দেয়া হয়। এসময় মানববন্ধনের পাশাপাশি সড়ক ও সেতু মন্ত্রণালয়ের বরাবর স্মারক লিপি পেশ করবে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
14947870_1813352428876353_7102933846252540638_n
সম্প্রতি প্রতারনার বিরুদ্ধে ফেসবুকের মাধ্যমে আন্দোলনে নামছে শিক্ষার্থীরা।ইতিমধ্যে একটি ফেইসবুকে “ঢাকার সব গুলো রোডে নামে সিটিং,ভাড়ায় চিটিং!যেখানেই নামেন,ভাড়া কিন্তু ২৫/৩০!” ইভেন্টও খোলা হয়েছে। ইভেন্টিতে ২০ হাজারের বেশি মানুষ এক্টিভ রয়েছে।
ইভেন্টের মাধ্যমেই মূলত এ আন্দোলনের যাত্রা শুরু। ইভেন্টের হোস্ট ও পরিকল্পনা কারী বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র তাকবির মাহিম। তাকবির বলেন, আমাদের ইভেন্টে সারাদেশে ছাত্রদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদের সঙ্গে আমাদের কয়েক দফা মিটিং হয়েছে আগামীকালের কর্মসূচি বাস্তবায়ন করতে। আগামীকালের কর্মসূচি প্রেসক্লাবের সামনে ব্যাপক ছাত্র জমায়েত ঘটবে বলে আশা প্রকাশ করেন মাহিম।
15027407_1108732402573630_1295858563560839788_n
মাহিম জানান, ইতিমধ্যে ডিএমপি থেকে আমাদের কর্মসূচির ব্যাপারে অনুমতি নেয়া হয়েছে। পোষ্টার, ব্যানার সহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট: সাড়ে ৬ বছর ধরে বন্ধ ছাত্রাবাস, শিক্ষার্থীদের ভোগান্তি

২০১০ সালের ৭ জানুয়ারি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে সংঘর্ষে ছাত্রলীগের হামলায় নিহত হন ছাত্রমৈত্রীর রেজাওয়ানুল চৌধূরী সানি। এ ঘটনায় ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ওই দিন বিকেল পাঁচটার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক ছাত্রাবাস ত্যাগের নিদের্শ দেওয়া হয়। এর কিছুদিন পর এই শিক্ষা প্রতিষ্ঠানটি  খুলে পড়াশোনার পরিবেশ স্বাভাবিক হলেও দীর্ঘ সাড়ে ছয় বছর ধরে বন্ধই রয়েছে ইনস্টিটিউটের তিনটি ছাত্রাবাস। ফলে অবকাঠামো থাকার পরেও আবাসন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন নগরীর বাইরে থেকে আসা শিক্ষার্থীরা। এতে করে চরম ভোগন্তি পোহাতে হচ্ছে তাদের। এ অবস্থায় দ্রুত ছাত্রাবাসগুলো খুলে দেওয়ার জোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। অন্যদিকে র্দীঘদিন ছাত্রাবাস বন্ধ থাকায় তা বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে সংস্কার না হওয়ায় ছাত্রাবাসগুলো খুলে দেওয়া সম্ভব হচ্ছে না। তবে ছাত্রাবাস সংস্কার করে তা খুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন পলিটেকনিক ইন্সটিটিউট কর্তৃপক্ষ। অন্যদিকে একাধিক সূত্র নিশ্চিত করেছে, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগ ও ছাত্রমৈত্রীর দ্বন্দ্ব এখ...

ডিপ্লোমা কি অনার্স এর সমমান?

না ডিপ্লোমা অনার্সের সমমান নয়। বাংলাদেশের শিক্ষার মান কোনটা কি দেখতে নিচের ছবিটা দেখুন

ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কিভাবে শাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ চান্স পেতে চান ?

শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বেস্ট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর মধ্যে একটি । এখানকার কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (CSE) ফ্যাকাল্টি এবং ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) এর ফ্যাকাল্টি এর ডিমান্ড বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (BUET) এর পরপরই । কেননা এই দুইটি ফ্যাকাল্টি বিশেষত CSE ফ্যাকাল্টি এর দায়িত্বে রয়েছেন আমাদের সকলের অতি পরিচিত মুখ আর আমাদের শ্রদ্ধাভাজন " ডঃ মুহাম্মদ জাফর ইকবাল স্যার" । এই কথা শুনে ডিপ্লোমা স্টুডেন্ট কিংবা ডুয়েটিয়ান রা যত চিল্লাচিল্লি করুক না কেন শেষ পর্যন্ত যখন জব মার্কেট কে এনালাইসিস করবে সকলে এবং সেই সাথে যখন দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিবিদ দের পরামর্শ নিবেন তখনই বুঝতে পারবেন কথাটি কতটুকু সত্য । যাই হউক এবার আসি মুল বক্তব্য এ । একথা সত্য যে যে ডুয়েট এর জন্য প্রস্তুতি নেওয়া ব্যাতিরখে কেউ কখনও শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ ভর্তির আশা কোনভাবেই করতে পারে না ।