সারাদেশের ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত এর জন্য সকল বাসে হাফ পাশ ভাড়া চালু, সিটিং এর নামে চিটিংবাজি বন্ধ করে গন-পরিবহন বাড়ানোর দাবিতে কাল আন্দোলনে নামছে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আগামীকাল বৃহস্প্রতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় ছাত্র গণ জমায়তের ডাক দেয়া হয়। এসময় মানববন্ধনের পাশাপাশি সড়ক ও সেতু মন্ত্রণালয়ের বরাবর স্মারক লিপি পেশ করবে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
সম্প্রতি প্রতারনার বিরুদ্ধে ফেসবুকের মাধ্যমে আন্দোলনে নামছে শিক্ষার্থীরা।ইতিমধ্যে একটি ফেইসবুকে “ঢাকার সব গুলো রোডে নামে সিটিং,ভাড়ায় চিটিং!যেখানেই নামেন,ভাড়া কিন্তু ২৫/৩০!” ইভেন্টও খোলা হয়েছে। ইভেন্টিতে ২০ হাজারের বেশি মানুষ এক্টিভ রয়েছে।
ইভেন্টের মাধ্যমেই মূলত এ আন্দোলনের যাত্রা শুরু। ইভেন্টের হোস্ট ও পরিকল্পনা কারী বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র তাকবির মাহিম। তাকবির বলেন, আমাদের ইভেন্টে সারাদেশে ছাত্রদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদের সঙ্গে আমাদের কয়েক দফা মিটিং হয়েছে আগামীকালের কর্মসূচি বাস্তবায়ন করতে। আগামীকালের কর্মসূচি প্রেসক্লাবের সামনে ব্যাপক ছাত্র জমায়েত ঘটবে বলে আশা প্রকাশ করেন মাহিম।
মাহিম জানান, ইতিমধ্যে ডিএমপি থেকে আমাদের কর্মসূচির ব্যাপারে অনুমতি নেয়া হয়েছে। পোষ্টার, ব্যানার সহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
মন্তব্যসমূহ