পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ন্যূনতম জিপিএ-৩ পেয়ে উত্তীর্ণ ডিপ্লোমা প্রকৌশলীরা দেশের সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল বিষয়ে উচ্চশিক্ষার (স্নাতক-সম্মান) জন্য ভর্তির সুযোগ
পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ন্যূনতম জিপিএ-৩ পেয়ে উত্তীর্ণ ডিপ্লোমা প্রকৌশলীরা দেশের সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল বিষয়ে উচ্চশিক্ষার (স্নাতক-সম্মান) জন্য ভর্তির সুযোগ পাবেন। মেধা ও যোগ্যতা অনুসারে ক্রেডিট সমন্বয়ের মাধ্যমে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকৌশল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে গঠিত কমিটির এক সুপারিশের পরিপ্রেক্ষিতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। কমিটির ওই সুপারিশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয় গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ (ইউজিসি) সব সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নির্দেশ দিয়েছে। পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করা শিক্ষার্থীরা এত দিন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ছাড়া অন্য কোথাও প্রকৌশল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ পেতেন না। ক্রেডিট সমন্বয়ের মাধ্যমে তাঁদের উচ্চতর শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক মোশাররফ হোসেন খানকে আহ্বায়ক করে ১৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মোট জিপিএ-৪ এর মধ্যে ন্যূনতম জিপিএ-৩ পাওয়া ডিপ্লোমা প্রকৌশলীরা যেন দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ‘গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং’ কোর্সে ভর্তির জন্য প্রতিযোগিতা করতে পারেন কমিটি সে ব্যবস্থা করাসহ সাত দফা সুপারিশ করে। এ ছাড়া ডিপ্লোমা প্রকৌশলীদের ভর্তির জন্য ডুয়েট ও অন্যান্য প্রতিষ্ঠানে আরও বিভাগ খোলা, ডিপ্লোমা প্রকৌশলীদের পাঠ্যক্রম সময়ের চাহিদা অনুযায়ী ঢেলে সাজানোরও সুপারিশ করা হয়েছে। কিন্ত আমি বুঝতেছিনা এটা কবে থেকে কাযর্কর হবে?????????
মন্তব্যসমূহ