সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কিভাবে শাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ চান্স পেতে চান ?

শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বেস্ট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর মধ্যে একটি । এখানকার কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (CSE) ফ্যাকাল্টি এবং ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং
(EEE) এর ফ্যাকাল্টি এর ডিমান্ড বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (BUET) এর পরপরই । কেননা এই দুইটি ফ্যাকাল্টি বিশেষত CSE ফ্যাকাল্টি এর দায়িত্বে রয়েছেন আমাদের সকলের অতি পরিচিত মুখ আর আমাদের শ্রদ্ধাভাজন " ডঃ মুহাম্মদ জাফর ইকবাল স্যার" ।
এই কথা শুনে ডিপ্লোমা স্টুডেন্ট কিংবা ডুয়েটিয়ান রা যত চিল্লাচিল্লি করুক না কেন শেষ পর্যন্ত যখন জব মার্কেট কে এনালাইসিস করবে সকলে এবং সেই সাথে যখন দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিবিদ দের পরামর্শ নিবেন তখনই বুঝতে পারবেন কথাটি কতটুকু সত্য ।
যাই হউক এবার আসি মুল বক্তব্য এ ।
একথা সত্য যে যে ডুয়েট এর জন্য প্রস্তুতি নেওয়া ব্যাতিরখে কেউ কখনও শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ ভর্তির আশা কোনভাবেই করতে পারে না । 

কাজেই প্রথমে ডুয়েট এর জন্য নির্ধারিত HSC সিলেবাস এর সকল অঙ্ক, থিওরি ভালভাবে পড় । তাহলে তোমার প্রায় ৭০% প্রস্তুতি হয়ে যাবে ।
ডুয়েট এ চান্স নিতে পদার্থ এর কেবল অঙ্ক গুলো করলে চলে । কিন্তু শাহাজালাল এর ক্ষেত্রে অঙ্ক এবং থিওরি দুটোই তোমাকে পড়তে হবে ।
একই নিয়ম রসায়ন, গনিত এর ক্ষেত্রে ও । কেননা এখানে ডিপ্লোমা দের জন্য আলাদা কোন সিলেবাস নেই , নেই কোন আলাদা কৌটা ।
তবে ডুয়েট এর জন্য পড়া ১৯৯৭ সনের বই গুলোর পাশাপাশি SUST এ ভর্তির জন্য তোমাকে অবশ্যই ২০১৩ সনে আপগ্রেড করা নতুন HSC বইয়ের উপর একটু নজর দিতে হবে ।
ঘাবড়ানোর কিছুই নেই । ভাবছ একে তো ১৯৯৭ সনের মোটা মোটা HSC বই ডুয়েট এর জন্য তার উপর আবার ২০১৩ সনে আপগ্রেড করা নতুন HSC বই !! সাথে রয়েছে ডুয়েট এর জন্য ডিপার্টমেন্ট বই । এত লোড পারব কেমনে তাই নয় কি ??
তোমার জন্য রয়েছে শাহাজালাল এর ভর্তি সহায়িকা বই "রেডিয়াম" যা তুমি তোমার নিকটস্থ লাইব্রেরি তে পাবে ।
গনিত, পদার্থ আর রসায়ন এর বড় বড় অঙ্ক গুলো স্রেফ এক/দুই লাইনে মাত্র ৩০ সেকেন্ডে সমাধান করার জন্য অনেকটা "চোরা সূত্র সম্বলিত" তোমার জন্য বাজারে রয়েছে ভালমানের
MATH +
PHYSICS +
CHEMISTRY +
এর মত বই । যে বই এর অঙ্ক গুলো তোমাকে শাহাজালাল এ ভর্তির পাশাপাশি ডুয়েট এর জন্য ও সহায়ক ভুমিকা হিসাবে কাজ করবে ।
SUST এ ভর্তির ক্ষেত্রে একটু ব্যাতিক্রম ইংরেজি । এখানের ইংরেজি ডুয়েট এর ভর্তি সিলেবাস এর মত তেমন একটা সহজ না । বলা বাহুল্য ইংরেজি এর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এর পরেই হার্ড প্রশ্নের জন্য যে বিশ্ববিদ্যালয় সুপরিচিত সেটি হচ্ছে SUST ।
এক্ষেত্রে ও তোমার ঘাবড়ানোর কিছুই নেই । শুধু মনোযোগ আর পরিশ্রম দিয়ে পড়ে যাও । কেননা তোমাকে ইংরেজির জন্য পূর্ণ সহযোগিতা করার জন্য রয়েছে TOEFL । বাজারে বিভিন্ন লেখক এর TOEFL বই পাওয়া যায় । সেখান হতে তোমার সাথে ইংরেজি নিয়ে অনার্স / মাস্টার্স করে এমন কোন ভাইয়া / বোনের পরামর্শ মত একটি লেখকের TOEFL বই কিনে নাও । জেনে রাখ এই বইটি তোমার পুরো ক্যারিয়ার জীবনের দরকারি বইগুলোর মধ্যে একটি । বিভিন্ন সরকারী চাকরি এবং সেই সাথে BCS এর ইংরেজি প্রশ্ন এই বই আলোকে করা হয় । কাজেই এই বই কে ছোট করে দেখার কোন অবকাশ তোমার নেই সে তুমি দাক্তার/ইঞ্জিনিয়ার/ব্যাঙ্কার যাই হউ না কেন ।
অবশেষে বলতে চাই মনে একাগ্রগতা, পরিশ্রম , পজিটিভ চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যাও । বিজয় তোমাদের হবেই হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট: সাড়ে ৬ বছর ধরে বন্ধ ছাত্রাবাস, শিক্ষার্থীদের ভোগান্তি

২০১০ সালের ৭ জানুয়ারি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে সংঘর্ষে ছাত্রলীগের হামলায় নিহত হন ছাত্রমৈত্রীর রেজাওয়ানুল চৌধূরী সানি। এ ঘটনায় ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ওই দিন বিকেল পাঁচটার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক ছাত্রাবাস ত্যাগের নিদের্শ দেওয়া হয়। এর কিছুদিন পর এই শিক্ষা প্রতিষ্ঠানটি  খুলে পড়াশোনার পরিবেশ স্বাভাবিক হলেও দীর্ঘ সাড়ে ছয় বছর ধরে বন্ধই রয়েছে ইনস্টিটিউটের তিনটি ছাত্রাবাস। ফলে অবকাঠামো থাকার পরেও আবাসন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন নগরীর বাইরে থেকে আসা শিক্ষার্থীরা। এতে করে চরম ভোগন্তি পোহাতে হচ্ছে তাদের। এ অবস্থায় দ্রুত ছাত্রাবাসগুলো খুলে দেওয়ার জোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। অন্যদিকে র্দীঘদিন ছাত্রাবাস বন্ধ থাকায় তা বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে সংস্কার না হওয়ায় ছাত্রাবাসগুলো খুলে দেওয়া সম্ভব হচ্ছে না। তবে ছাত্রাবাস সংস্কার করে তা খুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন পলিটেকনিক ইন্সটিটিউট কর্তৃপক্ষ। অন্যদিকে একাধিক সূত্র নিশ্চিত করেছে, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগ ও ছাত্রমৈত্রীর দ্বন্দ্ব এখ...

ডিপ্লোমা কি অনার্স এর সমমান?

না ডিপ্লোমা অনার্সের সমমান নয়। বাংলাদেশের শিক্ষার মান কোনটা কি দেখতে নিচের ছবিটা দেখুন