সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

নভেম্বর, ২০১৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কারিগরি শিক্ষা হতে হবে চাকরির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ

কারিগরি শিক্ষা হতে হবে চাকরির বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বাজার কী চায়, শিল্প কী চায়, সে অনুযায়ী শিক্ষা দিতে হবে। কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের উদ্যোগে (আইডিইবি) ‘দক্ষ বাংলাদেশ গড়া’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ কথা বলেন।

বাংলাদেশের প্রথম ‘সোলার সাইকেল’ তৈরী করলো দিনাজপুর পলিটেকনিকের ছাত্র।

সৌরবিদ্যুৎ দ্বারা চালিত বাই সাইকেল। দেখতে ও শুনতে অদ্ভুদ মনে হলেও এমন একটি সাইকেল তৈরী করেছে দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউট এর তিনজন ছাত্র। এ পদ্ধতিতে তৈরী এ ধরনের দ্রম্নত গতি সম্পন্ন ও সাশ্রয়ী সাইকেল বাংলাদেশে এটাই প্রথম। যার নাম দেয়া হয়েছে ‘‘সোলার সাইকেল’’। দিনাজপুর পলিটেকনিক ছাত্র ইন্সটিটিউটের স্কিল প্রজেক্ট-এ এই প্রথম সোলার সাইকেল তৈরী করেছে ইন্সটিটিউটের পাওয়ার টেকনোলজির ৬ষ্ঠ পর্বের ২য় শিফট এর ছাত্র শহরের বাসুনিয়াপট্টিস’ মাধব মলিস্নক এর পুত্র বিজয় মলিস্নক (১৮), মাশিমপুরের আব্দুস সামাদের পত্র সাব্বির হোসেন ও নীলফামারী জেলার বেড়াকুঠি’র হেমনত্ম কুমার রায় এর পুত্র শানত্ম কুমার রায় (১৮)। তারা জানায়, এই সাইকেলে কোন চার্জের খরচ নেই। দিনের বেলায় এটি সুর্যের আলোয় চার্জ হয় এবং যদি রাতে চালানো যায় তাহলে রাসত্মায় অন্যান্য যানবাহনের হেড লাইটের আলোতেও এটি চার্জ হবে। আর ১ ঘন্টায় ২০/২৫ কিলোমিটার চলে। যদি চলতে চলতে কখনো চার্জ শেষ হয়ে যায় তাহলে কি হবে ? জানতে চাইলে তারা বলেন, স্বাভাবিক সাইকেল যেভাবে প্যাডেল ব্যবহার করে চালাতে হয় ঠিক সেভাবেই চলাতে হবে। তাতে অটোমেটিক বেটার...

আজ গণপ্রকৌশল দিবস

জাতীয় সমৃদ্ধি অর্জনে দক্ষ বাংলাদেশ গড়ে তোলার ডাক দিয়ে আজ  ৮ নভেম্বর গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে। দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে বিল্ড দ্য স্কিআজ গণপ্রকৌশল দিবসল। এ উপলক্ষে গত শুক্রবার ঢাকার কাকরাইলে আইডিইবি আয়োজিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মো: শামসুর রহমান সংবাদ সম্মেলনে জাতীয় সমৃদ্ধি ও উন্নয়নের জন্য দক্ষ বাংলাদেশ গড়ে তোলার প্রয়োজনে প্রচলিত শিক্ষাব্যবস্থায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারে গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া জাতীয় সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনের জন্য জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দক্ষতা চর্চায় মনোযোগী হওয়ার পরামর্শ দেয়া হয়। আইডিইবির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির মধ্যে রয়েছে ৮ নভেম্বর কেন্দ্রীয়ভাবে ঢাকায় সকাল ১০টায় আইডিইবি ভবনে আলোচনা ও রাজধানীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার-ছাত্র-শিক্ষকদের অংশগ্রহণে র‌্যালি। একাধিক জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ এবং বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি কয়েকটি চ্যানেলে ও বাংলাদেশ বেতারে আলোচনা সম্প্রচার, ১০ নভেম্বর বেলা ১১টায় ...

এবারের ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পরীক্ষা ৪ জানুয়ারী

একাডেমির ক্যালেন্ডার অনুযায়ী বোর্ড সমাপনী পরীক্ষা ২৮/১২/১৫ইং থেকে শুরু হবার কথা থাকলেও সমসাময়িক প্রেক্ষাপটে তা ৬ দিন পিছিয়ে ৪ঠা জানুয়ারি থেকে নেবার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড। এদিকে বাংলাদেশ কাপিগরি বোর্ডের নিজস্ব ওয়েব সাইটের তথ্য অনুসারে আগামী ১১/১১/১৫ইং থেকে ১৯/১১/১৫ইং পর্যন্ত জরিমানা ছাড়া ১ম, ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম ও ৮ম পর্বের নিয়মিত/অনিয়মিত (প্রবিধান ২০১০) এবং ২য়, ৪র্থ, ৬ষ্ঠ ও ৮ম পর্বের অনিয়মিত (প্রবিধান ২০০৫) পরীক্ষার্থী দের ফর্ম ফিল আপের জন্য জানানো হয়েছে। অপর পক্ষে ৩০০ টাকা জরিমানা সহ ২২/১১/১৫ইং পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে বলেও জানানো হয়েছে। পরীক্ষার রুটিন কারিগরি বোর্ডের ওয়েব সাইটে খুব শীঘ্রই জানানো হবে।

Automobile Education

automobile is a car: a vehicle with four wheels and an internal combustion engine. The automobile  is one of the most common ways to travel. Thanks in part to Henry Ford, automobiles are just about everywhere: in cities, small towns, and even in rural areas, where it's too far to walk from place to place and there's very little public transportation. Trucks, vans, buses, and limousines are bigger than the typical automobile, but they’re automobiles, too. A motorcycle isn't an automobile because it only has two wheels. Automobiles are good for getting around, but they also cause pollution and automobile accidents.

কারিগরি শিক্ষা নিয়ে কিছু সঠিক ধারণা

লেখাপড়া নিয়ে এ দেশের মানুষের অনেকেরই একটা ভুল ধারণা রয়েছে। বেশির ভাগ মানুষের ধারণা হচ্ছে, লেখাপড়ার অর্থ হচ্ছে মাথার মাঝে একগাদা তথ্য ঠেসে রাখা, যে যত বেশি তথ্য ঠেসে রাখতে পারে, সে লেখাপড়ায় তত ভালো। তথ্য ঠিকমতো মাথায় ঠেসে রাখতে পেরেছে কি না, সেটা যাচাই করা হয় পরীক্ষার হলে, যে যত নিখুঁতভাবে মাথার মাঝে ঠেসে রাখা তথ্যটা উগলে দিতে পারে, সে তত ভালো গ্রেড পায়, পাড়া-প্রতিবেশী, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন তাকে ধন্য ধন্য করে। অথচ মোটেও এটা লেখাপড়া হওয়ার কথা ছিল না, লেখাপড়ার পুরো বিষয়টিই হচ্ছে নতুন কিছু করার ক্ষমতা। একজন ছাত্র যে বিষয়টি আগে কখনো দেখেনি, যদি সেটাকেও সে বিশ্লেষণ করতে পারে, তাহলে বুঝতে হবে, সে খানিকটা হলেও লেখাপড়া শিখেছে। আইনস্টাইন তো আর শুধু শুধু বলেননি। কল্পনাশক্তি জ্ঞান থেকেও বেশি গুরুত্বপূর্ণ। আমরা ধাক্কাধাক্কি করে খানিকটা জ্ঞান অর্জন করেই ফেলতে পারি, কিন্তু যদি কল্পনাশক্তি না থাকে, তাহলে সেই জ্ঞানটুকু হবে একেবারেই ক্ষমতাহীন দুর্বল জ্ঞান। কল্পনাশক্তি যদি থাকে, তাহলে সেই জ্ঞানটুকু হতে পারে অনেক বেশি কার্যকর। আমরা চোখ, কান খোলা রাখলেই তার এক শ একটা উদাহরণ দেখ...

সকল পলিটেকনিকে ১৩ নভেম্বর রেজাল্ট প্রকাশ।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বাকাশিবো) এর অধীনে অনুষ্ঠিত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ৫ম ও ৭ম সেমিস্টার পর্ব সমাপনী পরীক্ষার রেজাল্ট আগামী ১৩ নভেম্বর ২০১৫ ইং তারিখে প্রকাশিত হবে। এবং আগামী ১৪ নভেম্বর থেকে ১ম, ৩য়,৪র্থ, ৬ষ্ঠ, ও ৮ম পর্বের ফরম ফিলাপ শুরু হতে পারে। কলেজে সাধারণত ফরম ফিলাপ সময় এর আগে অথবা পরে শুরু হবে।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে কিছু ভুল ধারণা

যারা জেনারেল লাইনে পড়ে তাদের অনেকের ই ভুল ধারণা আছে ডিপ্লোমা নিয়ে। অনেকেতো ডিপ্লোমা নাম শুনলেই কেমন যেন ক্ষেপে উঠে! যেন কোন এক কালে ডিপ্লোমা পড়ুয়া কেউ তার বোনকে নিয়ে ভেগে গেছিল। কোন এক বুয়েটের ছাত্র তো রেগেমেগে বললো “ওরা তো আমাদের চাকর।” কতটা ঘৃণা থাকলে এমন কথা মুখে আনে? অবশ্য এর পিছনে কিছুটা কারণ আছে বই কি। যেমনঃ একজন বিএসসি ইঞ্জিনিয়ার যেই কাজে হাত দিতে ডাবল টাকা নেই সেই একই কাজটা ডিপ্লোমা ইঞ্জিয়ার আল্লাহর রহমত মনে করে অর্ধেক টাকায় করে দেয়। তো এমন ক্ষেত্রে মালিক নিজের টাকা বাঁচানোকেই বংশের গরীমা ভাবে। এমন করে চলার ফলে প্রচন্ড মেধাবী বুয়েটিয়ান কিংবা রুয়েটিয়ানের তো জীদ আসবেই। কিন্ত তাই বলে কি কাউকে ছোট করা উচিৎ? এটা মনে রাখা উচিৎ তার যোগ্যতা আছে বলেই সে করছে। ক্লিয়ার করে নেই। একজন রিক্সাওয়ালা যে নিরক্ষর কিংবা হালকা শিক্ষিত হবে এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। তেমনি একজন ইন্টার পাশ শিক্ষাগত যোগ্যতা দিয়ে রিক্সা ওয়ালার চেয়ে এগিয়ে। আবার একজন অনার্স পাশ ইন্টার পাশের চেয়ে এগিয়ে এটা দ্রুব সত্য। এখন একজন অনার্স পাশ যদি রেগেমেগে বলে “তুই তো ইন্টার পাস। এটা কেমন যোগ্যতা?...

অটোমোবাইলে ইঞ্জিনিয়ারস ক্যারিয়ার

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির সূত্রানুসারে ঢাকা শহরে মোটরগাড়ির সংখ্যা সাত লাখ। আর সারা দেশে গাড়ি আছে ১৭ লাখেরও বেশি। এই লাখ লাখ গাড়ির তুলনায় অটোমোবাইল ইঞ্জিনিয়ারের সংখ্যা অনেক কম। এ রকম পরিস্থিতিতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পেশায় এসে আপনিও নিজের ক্যারিয়ারকে উজ্জ্বল করতে পারেন। । অটোমোবাইল ইঞ্জিনিয়ার একটি গাড়ির পুরো রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন। গাড়ির কোথায় কী সমস্যা, কোন সমস্যা কিভাবে কাটাতে হবে, কোথায় কোন যন্ত্রাংশ পাল্টাতে হবে বা মেরামত করতে হবে, কোন প্রযুক্তি ব্যবহার করে গাড়ি সচল করা হবে, কোন পদ্ধতি ব্যবহার করলে সহজেই সফলতা মিলবে ইত্যাদি বিষয় বিবেচনা করে অটোমোবাইল ইঞ্জিনিয়াররা সমস্যার সমাধান করেন। তাঁদের নির্দেশ অনুসরণ করে মেকানিকরা গাড়ি মেরামত করেন। অনেক সময় অটোমোবাইল ইঞ্জিনিয়ারকেও ইঞ্জিন মেরামতে হাত লাগাতে হয়। এ প্রসঙ্গে শ্যামলী আইডিয়াল টেকনিক্যাল কলেজের অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো. সবুজ বলেন, 'একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ারকে গাড়ি তৈরি থেকে শুরু করে রক্ষণাবেক্ষণের সব বিষয় জানতে হয়, যাতে তিনি এ-জাতীয় সব সমস্যার সমাধান করতে পারেন...