যুবকদের পাশাপাশি কারিগরি শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বাড়াতে দেশের প্রতিটি বিভাগে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট তৈরি হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
( মঙ্গলবার ১৫ আগষ্ট) ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠানে (ওরিয়েন্টেশন) প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেছেন, অর্থনীতিকে গতিশীল করতে হলে দেশের যুবসমাজকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে হবে।
নুরুল ইসলাম নাহিদ বলেন, বাংলাদেশে যুবকরা যেন দেশে-বিদেশে নিজ দক্ষতার সঙ্গে কাজ করতে পারে, সে লক্ষ্য নিয়েই কারিগরি শিক্ষায় উন্নত প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক দক্ষ শিক্ষক তৈরি করা হচ্ছে।
মন্তব্যসমূহ