দেশের শীর্ষস্থানীয় অনলাইন চাকরির মার্কেটপ্লেস বিডিজবস ডটকম ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটে আয়োজন করেছে দুই দিনব্যাপী ক্যাম্পাস ক্যারিয়ার ফেস্ট।
বুধবার ও বৃহস্পতিবার চলা ওই চাকরির মেলায় দেশের ১৬টি স্বনামধন্য প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠানে বিভিন্ন পদে চাকরির অফার নিয়ে ফেস্টিভ্যালে অংশগ্রহণ করছে।
বুধবার প্রতিষ্ঠানগুলো তাদের প্রত্যাশিত মোট ৩৯টি পদের জন্য আগ্রহী চাকরীপ্রার্থীদের কাছ থেকে জীবন বৃত্তান্ত সংগ্রহ করছে এবং দ্বিতীয়দিনে যোগ্য প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ নিয়ে তাৎক্ষণিক চাকরির অফার দেবে।
বিডি জবসের ব্যবস্থাপক (সেলস অ্যান্ড মার্কেটিং) প্রকাশ রায় চৌধুরী বলেন, বরাবরই পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীদের ব্যাপারে কোম্পানিগুলোর আগ্রহ থাকে। প্রযুক্তিগত অনেককিছু তারা জানে বলে কোম্পানিগুলোও তাদের পেতে চায়। বিডি জবসের এই মেলায় দুপক্ষেরই দারুণ সাড়া রয়েছে।
বিডি জবসের এই ক্যারিয়ার ফেস্ট সকাল ১০টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে।
বিডিজবস ডটকম আয়োজিত সপ্তমবারের মতো এই ফেস্টিভ্যাল শুরু হয়েছে ডিসেম্বর থেকে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট সময়ের ব্যবধানে প্রায় চার মাসব্যাপী এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে।
রাব্বি হোসেন
মন্তব্যসমূহ